আইন আদালত ডেস্ক,
মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপরে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়া এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার জঙ্গিকান্দ্রি গ্রামের মৃত কিতাব উদ্দিনের ছেলে আশরাফুল শেখ (৩৮) এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লতবুনিয়া গ্রামের মৃত ইসাহাক মোল্লার ছেলে আইয়ুব আলী মোল্লা (৩৫)। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে হাজির ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর গ্রামের মুদি দোকানি আলমগীর বয়াতি (৫৫) ২০১৫ সালের ১৩ নভেম্বর বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরদিন ১৪ নভেম্বর সকাল ৭টার দিকে বালাসুর বানিয়াবাড়ি পশ্চিমে আজিজের কলাবাগানে গলায় লুঙ্গি ও বৈদুতিক তার পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী রানী বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন।
আদালতের পেশকার মোজাফফর আলী জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদেরকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি সিরাজুল ইসলাম পল্টু বলেন, আমরা আদালতে ন্যায়বিচার পেয়েছি। এ রায়ে আমরা সন্তুষ্ট।
বিএসডি/আইপি