নিজস্ব প্রতিবেদক:
দিনক্ষণ চূড়ান্ত না হলেও জানা গেছে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের আসন্ন মৌসুম। এই লিগ চলাকালীন শুরু হয়ে যাবে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতি। নভেম্বর-ডিসেম্বরে বাবর আজমদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। আসন্ন এনসিএল দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারবেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা।
জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকা সদস্যরা এনসিএল খেলবেন না। বিশ্বকাপ দিয়েই টি-টোয়েন্টি ও টেস্টের প্রস্তুতি নিতে হবে তাদের। কারণ বিশ্বকাপ থেকে ফিরে খুব বেশি সময় পাবেন না মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা। নেমে পড়তে হবে মাঠে। মুমিনুল, সাদমান ইসলামরাও অবশ্য জাতীয় লিগ পুরোপুরি শেষ করার সুযোগ পাচ্ছেন না। সব ঠিক থাকলে চার রাউন্ড খেলবেন তারা।
নির্বাচক আব্দুর রাজ্জাক বলছিলেন, ‘এখনো চূড়ান্ত হয়নি, খসড়া পর্যায়ে আছে সব। এনসিএল সবার মতো টেস্ট দলের ক্রিকেটাররা সেখানে জৈব সুরক্ষা বলয়ে থাকবেন। পাকিস্তান সিরিজেও সুরক্ষা বলয়ে থাকতে হবেতাদের। এজন্য টেস্ট দলের যারা এনসিএল খেলবেন তারা সবগুলো রাউন্ড খেলতেন না।’
এতে পরের দুই রাউন্ডে তারকা খেলোয়াড় কমে গেলেও সূচি পেছানোর কোনও সুযোগ দেখছেন না রাজ্জাক, ‘এমনিতেই আমাদের এবার বেশ টাইট শিডিউল। যারা থাকবেন তাদেরকে নিয়ে খেলা চলবে।’
জানা গেছে ১০ নভেম্বর পর্যন্ত জাতীয় লিগে খেলবেন নাজমুল হোসেন শান্তরা। এই চার রাউন্ড দিয়েই টেস্টের প্রস্তুতি সারবেন তারা। এরপর কিছুদিন বিশ্রাম নিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তারা।