স্পোর্টস ডেস্ক
গতকাল বুধবার দিল্লিকে হারিয়ে আইপিএলের প্লে-অফে উঠেছে মুম্বাই। এই ম্যাচেই দিল্লির ইনিংসের সময় বিরল এক ঘটনা ঘটে। ‘অফ সাইড ফিল্ডার্স’ নিয়ম ভাঙায় আম্পায়ার ‘নো বল’ ডাকেন।
ইনিংসের পঞ্চম ওভারে অভিষেক পোরেলকে সাজঘরে ফেরান উইল জ্যাকস। উইকেট পাওয়ার পরের ডেলিভারিতেই ‘নো বল’ ডাকেন আম্পায়ার। জ্যাকসের পা নির্ধারিত সীমানার ভেতরেই ছিল। কোমরের বেশি উচ্চতায়ও বল করেননি। তবুও ‘নো বল’ কেন?
কিছু ক্ষণ পরই এর উত্তর পাওয়া যায়। জানা গেছে, ‘অফ সাইড ফিল্ডার্স’ নিয়ম ভেঙেছে মুম্বাই। আইপিএলের ২৮.৪.১ ধারা অনুযায়ী, ডেলিভারির সময় অন সাইডে কোনো ভাবেই পাঁচ জনের বেশি ফিল্ডার রাখা যাবে না।
ফলে বল করার মুহূর্তে অফ সাইডে অন্তত চার জন ফিল্ডার থাকতেই হবে। সেই নিয়ম মানেনি মুম্বাই। সে কারণেই আম্পায়ার ‘নো বল’ ডাকেন। সেই সময় মুম্বাইয়ের মাত্র তিন জন ফিল্ডার অফ সাইডে ছিলেন। প্রত্যেকেই ৩০ গজ বৃত্তের মধ্যে ছিলেন।
তবে শেষ পর্যন্ত এই ম্যাচে জিতেছে মুম্বাই। দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সূর্যকুমার যাদব। তিনি ৪৩ বলে অপরাজিত ৭৩ রান করেন। সাতটি চার এবং চারটি ছক্কা মেরেছেন এই টপ অর্ডার ব্যাটার।