সাভার প্রতিনিধি:
সাভারের আমিনবাজারে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনকে মনোনয়ন দিয়ে আবার প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ।
গতকাল শনিবার রাতে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনোয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়। তখন বিষয়টি নিয়ে নিহত ছয় শিক্ষার্থীর পরিবারসহ জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে তার নাম প্রত্যাহার করা হয়। পরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে রকিব আহমেদ এর নাম ঘোষণা করা হয়েছে। এর আগে, ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার মামলায় চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২ডিসেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন।
এ হত্যা মামলা রায়ের মাত্র ২ দিনের মাথায় কারাগারে থাকা আনোয়ার হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বিস্মিত এলাকাবাসী। এর রেশ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় তীব্র প্রতিক্রিয়া। পরে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে তালিকা সংশোধন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন নামের পরিবর্তে নৌকার মনোনয়ন দেওয়া হয় রকিব আহমেদকে। প্রসঙ্গত, ১০ বছর আগে ২০১১ সালের ১৭ জুলাই শব-ই-বরাতের রাতে আমিনবাজারে বেড়াতে আসা ছয় ছাত্রকে ডাকাত বানিয়ে পিটিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি আনোয়ার হোসেন। ২০০৪ সালে আলমাস উদ্দিন লালটু হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এই ইউপি চেয়ারম্যান। এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে আসেন তিনি। এলাকাবাসী ও আওয়ামী লীগের একাংশের বিরোধিতা সত্ত্বেও ২০১৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এই আনোয়ার হোসেন।
বিএসডি /ইয়াসিন /আইপি