নিজস্ব প্রতিবেদক
মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের বিষয়ে এনআইডি মহাপরিচালককে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন এনআইডি উইংয়ের সহকারী পরিচালক সরওয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে ইসির এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।
চিঠিতে জানানো হয়, বিগত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনসমূহ নথি উপস্থাপনের মাধ্যমে নির্বাচন কমিশন কর্তৃক নিষ্পত্তি করা হতো। এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তার দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) এর অনুসরণীয় নির্দেশাবলি ক্রমিক ৮ এ বর্ণিত রয়েছে।
চিঠিতে আরও জানানো হয়, বর্তমান নির্বাচন কমিশন কর্তৃক মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষমতা এনআইডি মহাপরিচালককে ক্ষমতা অর্পণ করা হয়। উক্ত নির্দেশানুসারে মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ পর্যায়ে নিষ্পত্তি করা হবে। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।