আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে তাবাসকো রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৮ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় বাসটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩৮ জন যাত্রী এবং বাসের দুই চালক মারা যান। ট্রাক চালকও নিহত হয়েছে।
রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যায়, সংঘর্ষের পর বাসটি আগুনে পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কেবল ধাতব ফ্রেমের কঙ্কাল অংশটি অবশিষ্ট রয়েছে।
তাবাসকোর নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, “এখন পর্যন্ত ১৮টি মৃতদেহ নিশ্চিত করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছে যে, উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।
বাস অপারেটর ‘ট্যুরস একোস্টা’ ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, ‘ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।’
তারা আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণ এবং বাসটি গতি সীমার মধ্যে ছিল কিনা তা জানতে তারা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।