উত্তর ইসরায়েলের মেতুল্লায় ইসরায়েলি সৈন্যদের ব্যবহৃত একটি বাড়ি লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ।
হিজবুল্লাহ বলেছে, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে ইসরায়েলের বাড়িঘর লক্ষ্য করে প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তে ইসরায়েলি সামরিক অবস্থানের ওপর হামলার সংখ্যা বাড়িয়েছে হিজবুল্লাহ। প্রতিদিন গড়ে প্রায় ১০টি হামলা হচ্ছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের দেড় মাসে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ১ হাজারেরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত সোমবার সেখানকার সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যাবতীয় নিষ্ঠুরতা ও আগ্রাসনের শেকড় হলো ইরান। চলমান এই যুদ্ধে যদিও আমাদের গাজার দিকে বেশি মনযোগ দিতে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধ ইতোমধ্যেই বহুমুখী রূপ নিয়েছে।
বিএসডি/ এফ এ