ক্রীড়া ডেস্ক,
২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ইতোমধ্যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছে গেছে আর্জেন্টিনা ফুটবল দল। ক্লাবের ব্যস্ততার কারণে যেতে পারেননি লিওনেল মেসি। এই তারকা ফরোয়ার্ডের জন্য অপেক্ষায় আছেন লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
ক্যারিয়ারের দ্বিতীয় ক্লাব প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির হয়ে গতকাল অভিষেক হয়েছে মেসির। এরপর লিগ ওয়ান জায়ান্টদের জরুরি বৈঠকের কারণে প্যারিসে আটকে যান মেসি। তার সাথে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিয়ান্দ্রে পেরেদেস। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই তিনজন ব্যক্তিগত বিমানে ভেনেজুয়েলা যাবেন।
মেসি, ডি মারিয়া, পেরেদেসদের ছাড়াই গতকাল অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। আগামী ৩ সেপ্টেম্বর ভোর ৬টায় স্বাগতিক ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। ৫ সেপ্টেম্বর দিবাগত রাত একটায় আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ব্রাজিল। ১০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে সর্বশেষ কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা।
ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ছয় ম্যাচ শেষে তিনটি করে জয় ও ড্র আছে আর্জেন্টিনার। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে তাদের অবস্থান। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল:
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো ও জেরোনিমো রুই।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, এরমান পেজ্জেলা, হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লুকাস মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা ও নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পেরেদেস, গিদো রদ্রিগেজ, নিকোলাস ডমিঙ্গেজ, জিওভানি লো চেলসো, আলেসান্দ্রো গোমেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি ও পাওলো দিবালা, অ্যাঞ্জেল কোররেয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, জোয়াকিম কোররেয়া, নিকোলাস গঞ্জালেস, লাওতারো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েনদিয়া।
বিএসডি/এএ