ক্রীড়া ডেস্ক,
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে চলতি মাসেই প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তি করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা ছাড়াও নতুন মৌসুমে সার্জিও রামোস, আচরাফ হাকিমি, গিনি উইনালডাম এবং জিয়ানলুইজি ডোন্নারুম্মাকে দলে ভিড়িয়েছে ফ্রেঞ্চ দলটি। এরইমধ্যে মরোক্কান ডিফেন্ডার হাকিমি, ডাচ মিডফিল্ডারের অভিষেক হয়েছে। অন্যদিকে ইতালির হয়ে ইউরো জয়ী গোলরক্ষক ডোন্নারুম্মাকেও রাখা হয়েছে স্কোয়াডে। এখন পর্যন্ত সাইডবেঞ্চেও দেখা যায়নি মেসি-রামোসকে। কবে হচ্ছে তাদের অভিষেক? এ নিয়ে নানা জল্পনা-কল্পনা।
আগামী দুই বছরের জন্য পিএসজিতে দেখা যাবে মেসিকে। বার্সার সাবেক সতীর্থ নেইমারের সঙ্গে আবারও দেখা যাবে মাঠ মাতাতে। ২০১৭ সালে কাতালান দলটি ত্যাগ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে দুইজনের গভীর বন্ধুত্বের বিষয়টি সবার জানা। মেসির মতো এখনও মাঠে নামতে দেখা যায়নি নেইমারকেও।
জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জয়ের পর প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যায়নি মেসিকে। তবে নতুন দলের সঙ্গে ঠিকই অনুশীলন চালিয়ে নিচ্ছেন তিনি।
অন্যদিকে এখন পর্যন্ত লিগ ওয়ানের তিনটি ম্যাচ খেলে ফেলেছে প্যারিসের দলটি। প্রতিটি জয় তুলে ফ্রেঞ্চ লিগের শীর্ষ স্থান দখলে নিয়েছে জায়ান্টরা। আগামী রোববার (২৯ আগস্ট) রেইমসের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে নামতে চলেছে পিএসজি। বাংলাদেশ সময় রাত পৌনে একটা শুরু হবে এই ম্যাচ।
সম্প্রতি ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে কোচ মাউরিসিও পচেত্তিনো জানিয়েছেন আগামী ম্যাচে স্কোয়াডে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। বিষয়টি নিয়ে স্প্যানিশ গণমাধ্যম মার্কাতেও সংবাদ প্রকাশ হয়েছে।
‘এই সপ্তাহটা লিওর জন্য বেশ ভালোই কেটেছে। সব কিছু ঠিক থাকলে আশাকরি আগামী সপ্তাহে তাকে দলের সঙ্গে পাবো। সেখানে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে দেখা যাবে তাকে।’ বলেন পিএসজি কোচ।
অন্যদিকে রিয়াল মাদ্রিদ থেকে বিদায়ের পর দীর্ঘ দিন মাঠে নামা হয়নি সার্জিও রামোসের। ধারণা করা হচ্ছে পিএসজিতে অভিষেক হতে আরও সময় লাগতে পারে তার।
বিএসডি/এএ