ক্রীড়া ডেস্ক,
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ মাওরিসিও পচেত্তিনোর কথায় ইঙ্গিত মিলেছে, আগামী সপ্তাহেই পিএসজির জার্সিতে খেলতে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। আর সেই ইঙ্গিত পেয়ে টিকিট নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে।
পিএসজির হয়ে মেসির অভিষেকের সাক্ষী হতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। এরই মধ্যে ২১ হাজারের মতো টিকিট বিক্রি হয়ে গেছে। স্টেডিয়ামের বাইরে এখনই ঝুলিয়ে দেওয়া হয়েছে ’নো টিকিট’ সাইডনবোর্ড।
লিগ ওয়ানে ২৯ আগস্ট দিবাগত রাতে রিমসের বিপক্ষে মাঠে নামবেন মেসি। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। তার আগেই ক্লাবের পক্ষে অভিষেক হয়ে যাওয়ার কথা মেসির।
রিমসের মাঠে সেই ম্যাচটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকিট কিনেছেন সমর্থকরা। ফরাসি জাতীয় ক্রীড়া দৈনিক ‘লেকিপে’-কে রিমসের টিকিট অফিসের প্রধান আলেকজান্ডার জেয়ানিন জানিয়েছেন, ‘অনলাইনে চিলি, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মিসর থেকেও কেনা হয়েছে টিকিট।’