হ্যাঁ, ভুল পড়েননি। মেসির পর এবার ক্লাব ছেড়েছেন আতোয়ান গ্রিজমানও। মেসি যাওয়ার পর অনেকে যাকে বার্সার আক্রমণভাগের মূল শক্তি ভেবেছিলেন। গ্রিজমান ফিরেছেন নিজের সাবেক ক্লাবেই।
এক বছরের ধারে গ্রিজমানকে দলে টেনেছে আতলেতিকো মাদ্রিদ। চাইলে এই এক বছর পর আরও এক বছরের জন্য গ্রিজমানকে ধারে রাখতে পারবে তাঁরা। তবে ধারের মেয়াদ শেষে চার কোটি ইউরো দিয়ে গ্রিজমানকে পাকাপাকিভাবে কিনে নিতে হবে আতলেতিকোকে।
যে তারকা এককালে আতলেতিকো আক্রমণভাগে মূল শক্তি ছিলেন, সেই তারকাকে ১২ কোটি ইউরো দিয়ে বার্সেলোনার কাছে বিক্রি করার দুই বছরের মাথায় তার তিন ভাগের এক ভাগ ফি দিয়ে কিনে নিতে অবশ্যই মুখিয়ে থাকবে বার্সেলোনা!
গ্রিজমান বার্সেলোনায় যে খুব বেশি সুখে ছিলেন, বলা যাবে না। মেসি যাওয়ার পর যেটা আরও বেশি স্পষ্ট হয়ে পড়ে। মেসি যাওয়ার পেছনে অনেক বার্সা সমর্থক প্রকাশ্যে গ্রিজমানকে দোষারোপ করেছেন, দুয়ো দিয়েছেন। দুই বছরে বার্সার হয়ে ১০২ ম্যাচ খেলে মোট গোল করেছেন ৩৫টা।
এর আগে আতলেতিকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৭ ম্যাচ খেলে ১৩৩ গোল করেছেন গ্রিজমান।
লুইস সুয়ারেজ, আনহেল কোরেয়া, জোয়াও ফেলিক্স, ম্যাতেউস কুনিয়া, এবার আতোয়ান গ্রিজমান — দিয়েগো সিমিওনে লিগ শিরোপা ধরে রাখার জন্য রসদ পাচ্ছেন যথেষ্ট।
বিএসডি/এএ