স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসি খেলতে পারবেন কি না। আর্জেন্টিনার ক্যাম্পজুড়ে কয়েকদিন ধরে এটিই যেন সবচেয়ে বড় প্রশ্ন। পেশীর অস্বস্তিতে পিএসজির হয়ে খেলতে পারেননি দুটি ম্যাচে। ক্লাবের ‘আপত্তি’ উপেক্ষা করে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে।
এরপর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আর্জেন্টাইন অধিনায়ক। শুরুতে শোনা গিয়েছিল বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকবেন না তিনি। ব্রাজিলের বিপক্ষে খেলবেন পুরো ম্যাচে।
কিন্তু এখন যেটুকু খবর, আগামী শনিবার ভোর পাঁচটায় উরুগুয়ে ম্যাচের পুরোটাতেই থাকতে পারেন মেসি। সংবাদ সম্মেলনে এসে তেমন ইঙ্গিত দিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনিও। তিনি বলছেন, মেসি সুস্থ আছেন তবে এখনো নেওয়া হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত।
স্ক্যালোনি বলেছেন, ‘মেসি ভালো আছে। বলতে গেলে সে খেলার জন্য তৈরি। যদি সে সুস্থ থাকে তাহলে তার ব্যাপারে আমার ভাবনা ও দলে তার অবস্থান সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন। বিকেলে সে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি আবারও বলছি, এই মুহূর্তে সে ভালো আছে।’
এরপরই জানালেন মেসির ইচ্ছের কথা। যা বললেন স্ক্যালোনি, সেটা মুগ্ধ করবে যে কাউকেই। বলেছেন, ‘লিওর সঙ্গে কাজ করা সহজ, সে সবসময় খেলতে চায়। কারণ আমিও চাই সে সবসময় খেলুক।’
মেসি যদি শেষ অবধি না খেলতে পারেন, তাহলে কে খেলবেন তার জায়গায়? স্ক্যালোনি বলেছেন, ‘দিবালা খেলতে পারে মেসির জায়গায়। জুলিয়ান কোরেরা বা লো চেলসোও জায়গা বদলে খেলতে পারে। সেক্ষেত্রে আরেকজন মিডফিল্ডারকে নিতে হবে।’