ক্রীড়া ডেস্ক,
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে চলতি মাসেই প্যারিসের ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এ সুপারস্টার পিএসজিতে যোগ দেওয়ায় লাভ হয়েছে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা মাইকেল জর্ডনের। মেসি পিএসজিতে যাওয়ায় লাখ লাখ ডলার আয় করছেন তিনি।
পিএসজির জার্সি থেকে শুরু তরে অনুশীন কিটস, সবকিছুতেই ‘জাম্পম্যান’ লোগো থাকে, যা জর্ডনের ফ্যাশন সংস্থা ‘এয়ার জর্ডান’র। যদিও পিএসজির জার্সি তৈরি করে নাইকি, কিন্তু ক্লাবের কিট বিক্রি হয় জর্ডনের সংস্থার মাধ্যমেই। নেইমার যোগ দেওয়ার পর ২০১৯ সাল থেকেই জর্ডন-পিএসজি সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। মেসি আসায় সেই সম্পর্ক আরও জোড়াল হলো।
জানা যায়, পিএসজির জার্সি বিক্রি থেকে ৫ শতাংশ লাভ পায় জর্ডনের সংস্থা। পিএসজির দোকানে এখন মেসির জার্সি বিক্রি হচ্ছে ১৬২ ডলার।
আর্জেন্টিনার একটি জনপ্রিয় ওয়েবসাইটের দাবি, মেসির জার্সি বিক্রি বাবদ গত কয়েক দিনে ৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৯৫ কোটি ৯ লাখ ৫১ হাজার ২৩০ টাকা) কামিয়েছেন জর্ডন।
বিএসডি/এএ