নিজস্ব প্রতিবেদক,
ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৮ আগস্ট) দুপুর ১ টার দিকে বরগুনার আমতলী পৌর শহরের হাসপাতাল রোড ও একে স্কুল রোড এলাকায় র্যাবের সঙ্গে যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (পটুয়াখালী) এর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ও র্যাব-৮ এর কমান্ডার লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম।
অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ‘মা মেডিকেল হল’ এর মালিক মো. আমিনুল ইসলামকে ছয় হাজার টাকা, আল আমিন ফামের্সি এর মালিক মো. জাকির হোসেনকে নয় হাজার টাকা এবং মনিরা এন্টারপ্রাইজ এর মালিক আ. মান্নানকে মুদি মনোহারী দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে তিন হাজার টাকা জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (পটুয়াখালী) এর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মেয়াদোত্তীর্ণ কোন ঔষধ বিক্রয় করা, পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার শাস্তি হিসেবে তাদের জরিমানা করা হয়।
এ বিষয়ে র্যাব-৮ (পটুয়াখালী) ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
বিএসডি/আইপি