ক্রীড়া ডেস্ক,
পুলে দুর্দান্ত একটা দিন পার করলো চীন। মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতেন ঝ্যাং ইউফেই। তার ঘণ্টাখানেক পার হতেই তিনি সাঁতার থেকে দেশকে এনে দিলেন আরেকটি স্বর্ণপদক। দলগত ইভেন্ট ৪*২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে তারকাখচিত যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলার পথে চীন গড়েছে বিশ্ব রেকর্ড।
৭ মিনিট ৪০.৩৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতে চীন। ১.১৭ সেকেন্ড কম সময় নিয়ে তারা ভেঙেছে অস্ট্রেলিয়ার বিশ্ব রেকর্ড। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপসে ৭ মিনিট ৪১.৫০ সেকেন্ড সময় নিয়েছিল অস্ট্রেলিয়ানরা।
আরিয়ার্নে তিতমাস ও কেটি লেডেকির আরেকটি স্বর্ণ জয়ের স্বপ্ন ভেঙে দিলো ইউফেইর চীন। ৭ মিনিট ৪০.৭৩ সেকেন্ড সময় নিয়ে আমেরিকানরা জিতেছে রৌপ্য। আর ৭ মিনিট ৪১.২৯ সেকেন্ড সময়ে প্রতিযোগিতা শেষ করে ব্রোঞ্জ পেয়েছে অস্ট্রেলিয়া। গত রোববার ৪*১০০ মিটার রিলেতে স্বর্ণ জিতে তারাই ছিল ফেভারিট। কিন্তু পারলো না। তাদের চমকে দিয়ে ইতিহাসের পাতায় এখন চীন।
বিএসডি/আইপি