ক্রীড়া ডেস্ক:
মোস্তাফিজুর রহমানের করা ইনিংসের শেষ ওভারে ঝড় তুলেছিলেন ব্যাটসম্যান আবু হায়দার রনি। এর আগে বাঁহাতি পেসারের বোলিংয়েই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়ালটন সেন্ট্রাল জোন। শেষ ওভারে রনির ২ ছয় ও ২ চারে ২১ রান তোলে তারা, তাতে বিসিবি সাউথ জোনকে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওয়ালটন সেন্ট্রালকে ব্যাটিংয়ে পাঠায় বিসিবি সাউথ। ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২২০ রানে থামে ওয়ালটন সেন্ট্রাল। ২৭ বলে সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত ছিলেন রনি।
এর আগে আবদুল মজিদ ও মোসাদ্দেক হোসেন সৈকত হাফ সেঞ্চুরির কাছে গিয়েও ব্যর্থ হন। তিন উইকেট পড়ার পর খেলার হাল ধরেন মজিদ-মোসাদ্দেক। দুজনে জুটি গড়ে সচল রেখেছিলেন রানের চাকা।
৪৬ রান করে মজিদ মেহেদী হাসানের বলে সাজঘরে ফিরলে ৬৪ রানে ভেঙে যায় জুটি। মজিদের ফেরার পর মোসাদ্দেকেরও বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি। মোস্তাফিজের বলে এলবিডব্লিউ হয়ে ৪৪ রান করে সাজঘরে ফেরেন ওয়ালটন সেন্ট্রালের অধিনায়ক। দুজন কাছে গিয়েও হাফ সেঞ্চুরির দেখা পেলেন না।