খেলাধূলা প্রতিনিধি:
আইপিএলের ১০তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়েছে গুজরাট টাইটানস।
ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করে গুজরাট। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে সমর্থ হয় দিল্লি।
গুজরাট পাহাড় সমান রান তুললেও বোলিংয়ে বেশ কিপটে ছিলেন মোস্তাফিজ। তিনি ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন।
কিন্তু মোস্তাফিজের এমন অসাধারণ কীর্তি ব্যর্থ করে দেন গুজরাট টাইটানসের পেসার লুকি ফার্গুসন। তিনি ৪ ওভার বল করে মাত্র ২৮ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন।
এর মধ্যে দুই বার ওভার প্রতি দুটি উইকেট তুলে নিয়েছেন ফার্গুসন।
এর আগে শুভমান গিলের ৮৪ ও হার্দিক পান্ডিয়ার ৩১ রানের কল্যাণে ৬ উইকেটে ১৭১ রান সংগ্রহ করতে সক্ষম হয় গুজরাট টাইটানস।
মোস্তাফিজ ছাড়াও দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদ ৩৪ রানে ২ উইকেট এবং কুলদীপ যাদব ৩২ রানে ১ উইকেট পান।
এই বড় রান তাড়া করতে নেমে মাত্র ৩৪ রানেই প্রথম তিনটি উইকেট হারিয়ে ফেলে দিল্লি। এর মধ্যে দুটি উইকেট পান লুকি ফার্গুসন।
এরপর অধিনায়ক ঋসাভ পান্থ ও ললিত যাদব মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। এতে তারা সফলও হন।
এমনকি শেষের দিকে দিল্লি জয়ের সম্ভাবনাও তৈরি করে। শেষ তিন ওভারে তাদের প্রয়োজন ছিল ২৯ রান। হাতে ছিল ৩টি উইকেট।
কিন্তু ১৮ তম ওভারের তৃতীয় ও চতুর্থ রোভম্যান পাওয়েল ও খলিল আহমেদকে পর পর দুই বলে আউট করে দলের জয় ছিনিয়ে আনেন মোহাম্মদ শামি। তিনি ম্যাচে দুটি উইকেটই পান।
দিল্লির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক পান্থ। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন ললিত যাদব।
বিএসডি/ এমআর