জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রিমিয়ার হকি লিগ মানেই আম্পায়ার নিয়ে আলোচনা-সমালোচনা। এবার লিগের শুরু থেকেই দুই বিদেশি আম্পায়ার। এরপরও ক্লাবগুলো ও খেলোয়াড়দের কাঠগড়ায় ভারতীয় ও লঙ্কান আম্পায়ার। লিগের ৯ রাউন্ডের বেশি খেলা হলেও এখনো বড় দলগুলোর মধ্যে আন্তঃম্যাচ হয়নি। আগামীকাল (শুক্রবার) প্রথম বড় ম্যাচ ঢাকা মেরিনার ইয়াংস এবং মোহামেডানের মধ্যে।
সুপার ফাইভের আগেই আরেকজন বিদেশি আম্পায়ার এনেছে বাংলাদেশ হকি ফেডারেশন। সংস্থাটির ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘বিগত সময়ে বিদেশি আম্পায়ার সুপার লিগে ব্যবহৃত হতো বেশি। এবার শুরু থেকেই বিদেশি আম্পায়ার। সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ, এজন্য জাপান থেকে আরো একজন আম্পায়ার আনা হয়েছে।’
দলবদলের শুরু থেকে মোহামেডান ও মেরিনারের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে। আগামীকালের ম্যাচ নিয়েও রয়েছে যথেষ্ট উত্তেজনা। কালকের ম্যাচে জাপানি আম্পায়ারের আম্পায়ারিং করা নিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বক্তব্য, ‘জাপানি আম্পায়ার আজই এসেছেন। এখন বিশ্রামে রয়েছে। আগামীকালের ম্যাচের আম্পায়ার নিয়ে সংশ্লিষ্ট বিভাগ সিদ্ধান্ত নেবে।’
দুই বছর দেশের শীর্ষ পর্যায়ের হকির কর্মকান্ড ছিল না। এবারের হকির দলবদল পুরনো দিনের ফুটবলের দলবদলের স্মৃতি ফিরিয়ে এনেছিল কিছুটা। সারওয়ার মুর্শেদ শাওনকে কেন্দ্র করে মোহামেডান ও মেরিনার মুখোমুখি অবস্থানে ছিল।
কয়েক গজ দূরত্বে দুই ক্লাবের টেন্ট। এই মৌসুমের শুরু থেকেই দুই ক্লাবের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। মাঠের বাইরে ইতোমধ্যে এক পর্ব যুদ্ধ শেষ। সেই যুদ্ধে মোহামেডান শাওনকে নিয়ে খানিকটা জয় লাভ করলেও মাঠের যুদ্ধে আবার মেরিনার জয়ী। ক্লাব কাপের সেমিফাইনালে মেরিনার সরাসরি জয় পেয়েছে মোহামেডান খেলায় অংশগ্রহণ না করায়। ডিসিপ্লিনারি সিদ্ধান্তের প্রতিবাদে মোহামেডান ক্লাব কাপের সেমিফাইনালে অংশ নেয়নি। ফলে হকিপ্রেমীরা দুই দলের চলতি মৌসুমে মাঠের লড়াই দেখতে পারেনি।
আগামীকাল বিকেলে প্রিমিয়ার বিভাগ হকি লিগে অবশেষে মুখোমুখি হচ্ছে দুই দল। শিরোপা প্রত্যাশী তিন দল মোহামেডান, আবাহনী ও মেরিনার কেউই পয়েন্ট হারায়নি। আগামীকাল থেকে তিন দলের মধ্যে আন্তঃম্যাচ শুরু হচ্ছে। মোহামেডানের কোচ মওদুদুর রহমান শুভ কালকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না, ‘আমরা গত আসরের চ্যাম্পিয়ন। এবারও চ্যাম্পিন হওয়ার জন্য দল গড়া হয়েছে। এখন পর্যন্ত ৮টি ম্যাচ জিতেছি। জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইলেও কাজটি সহজ নয় মোটেও সেটা স্বীকার করে নিয়েছেন, ‘মেরিনারের কোচ মামুন ভাই। দেশের অন্যতম সেরা কোচদের একজন। মেরিনারের চার ভারতীয় খেলোয়াড় শুরু থেকে একসঙ্গে খেলছেন। আবার তারা ক্লাব কাপের চ্যাম্পিয়ন। মানসিক ও নানা দিক থেকে তারা যথেষ্ট ভারসাম্যপূর্ণ দল।’
এরপরও জয় পাওয়াকে অসম্ভব হিসেবে দেখছেন না, ‘আমার দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। তারা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে জিততে কষ্ট হবে না।’
মোহামেডান গতকাল সোনালী ব্যাংকের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে। সেই ম্যাচে প্রিন্স লাল ব্যথা পেয়েছেন। ফলে আগামীকাল মেরিনারের ম্যাচে তাকে পাবেন না কোচ শুভ। মেরিনার ক্লাব কাপের মতো লিগেও দুর্দান্ত ফর্মে রয়েছে। প্রতিপক্ষ দলগুলোকে গোল বন্যায় ভাসাচ্ছে। কোচ মামুনের কোচিংয়ে চয়নরা দারুণ ছন্দে রয়েছে।