খেলাধূলা প্রতিনিধি:
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ছেড়ে আর্সেনালে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। তার সঙ্গে ক্লাবটির পাঁচ বছরের চুক্তি হয়েছে।
চলতি গ্রীষ্মকালীন দলবদলে চতুর্থ খেলোয়াড় হিসেবে আর্সেনালে যোগ দিলেন ২৬ বছর বয়সী জেসুস। এর আগে ইতিহাদে নাম লেখান ফাবিও ভিয়েরা, গোলকিপার ম্যাট টার্নার ও ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কিনোস।
জেসুসকে দলে পেয়ে খুবই উচ্ছ্বসিত আর্সেনাল কোচ মিকেল আরতেতা। তিনি বলেছেন, তার মতো মানের একজন খেলোয়াড়কে দলভুক্ত করে ক্লাব অসাধারণ একটি কাজ করেছে।
ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছেন আরতেতা। তখন তিনি কাছ থেকে দেখেছেন জেসুসকে। এবার তাকে নিজ দলে ভেড়ালেন স্প্যানিশ এই কোচ। আলেক্সান্ডার লাকাজেত্তে ও পিয়েছে–এমেরিক অবামেয়াং চলে যাওয়ার পর যে ফরোয়ার্ড বিভাগে যে শূন্যতা তৈরি হয় তা পূরণেই জেসুসকে নিল সিটিজেনরা।
গানার ম্যানেজার আরতেতা বলেন, গ্যাব্রিয়েলকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোভাবেই চিনি, প্রিমিয়ার লিগে সে কেমন খেলেছে সে ব্যাপারেও আমরা জানি এবং এখানে সে সফল। এ অনেকদিন ধরেই আমাদের রাডারে ছিল এবং আমাদের এই প্রত্যাশিত খেলোয়াড়টিকে আমরা দলে ভেড়াতে সমর্থ হয়েছি। আমি অত্যন্ত আনন্দিত।
সাড়ে পাঁচ বছর পর ম্যানসিটি ছাড়লেন জেসুস। তিনি সিটিতে ২৩৬ ম্যাচে ৯৫ গোল করেন। জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ, তিনটি লিগ কাপ ও একটি এফএ কাপ শিরোপা।
সিটি ছেড়ে আর্সেনালে যোগ দেয়া নিয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় জেসুস বলেন, ম্যানসিটির হয়ে খেলাটা ছিল দারুণ আনন্দের। যখন ক্লাবটিতে যোগ দেই তখনের চেয়ে এখন আমি ভালো ও পরিণত খেলোয়াড় বলে মনে করি। ১১টি শিরোপা জয় করা ছিল অবিশ্বাস্য। চারটি প্রিমিয়ার লিগ শিরোপা আমার জন্য খুবই স্পেশাল। আমি সিটির সবাইকে ধন্যবাদ জানাতে চাই কোচ, সতীর্থ ও সমর্থককে। গত সাড়ে পাঁচ বছরে অবিশ্বাস্য সাপোর্ট তারা আমাকে দিয়েছে।
বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৫১.২ মিলিয়ন পাউন্ডে নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং ব্রট হাল্যান্ডকে কেনার পরই জেসুসকে চলে যাওয়ার অনুমতি দেয় পেপ গার্দিওলার সিটি।
বিএসডি/ এমআর