নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আরও তিন রাজাকারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২২ অক্টোবর) সকালে তাদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- হাবিবুর রহমান মেনু মিয়া (৭৮), মো. আবদুল মান্নান কারি (৯২), মো. আবদুল হান্নান (৬৮)। হাবিবুর রহমান উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের প্রয়াত ইন্তাজ আলীর ছেলে। মান্নান জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের প্রয়াত আবদুল হামিদ ফকির ইমান আলীর ছেলে এবং হান্নান সোহাগী ইউনিয়নের প্রয়াত আবদুল গফুরের ছেলে। তিন জনকেই নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঈশ্বরগঞ্জের ১২ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইতোমধ্যে সাত জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, ‘তিন আসামিকে গ্রেফতার করে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারেরে চেষ্টা চলছে।’
এর আগে, একই মামলায় বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তারা মিয়া, মো. রুস্তম আলী ও সৈয়দ মোস্তাফিজুর রমজানকে গ্রেফতার করে।
বিএসডি/আইপি