নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের গফরগাঁওয়ে লড়ি চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার গফরগাঁও ভালুকা আঞ্চলিক সড়কের ধোপাঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুখুরিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন(৫৫) ও চরকামারিয়া ভাটিপাড়া গ্রামের মৃত মিয়া হোসেনর স্ত্রী বকুলা বেগম(৪৫)। দুর্ঘটনার পর লড়ি চালক পলাতক রয়েছে। গফরগাঁও থানা পুলিশ লড়ি আটক করে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের মাজেদা খাতুন অটোরিকশাযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। অটোরিকশার যাত্রীরা ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালের সামনে অটো থেকে নেমে ভাড়া পরিশোধ এর সময় পিছন থেকে একটি বালু বোঝাই লড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলে মাজেদা খাতুন নিহত হয়। এসময় অপর অটোরিকশার যাত্রী বকুলা বেগম(৪৫) গুরুতর আহত হয়। স্বজনরা উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।
আহতদের মধ্যে হেলাল খান ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে গফরগাঁও থানার এসআই জাকির হোসেন জানায়,ঘটনার পর চালকেরা পলাতক থাকলেও অটোরিকশা ও লড়ি আটক রয়েছে।
বিএসডি/ এলএল