নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিক্ষোভকারীদের তৃষ্ণা মেটাতে বিক্ষোভস্থলে ফ্রি’তে (বিনামূল্যে) পানি-স্যালাইন-বিস্কুট বিতরণ করছে একদল তরুণ।
শুক্রবার (৯ মে) বেলা ১১টা ২০ মিনিটের দিকে একটি ছোট পিকআপ যমুনার সামনে আসে। এরপর তারা ফ্রি’তে মানুষের মধ্যে পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করেন।
পিকআপে থাকা কর্মীরা ঢাকা পোস্টকে জানিয়েছেন, মিরপুরের ‘পিসব’ নামের একটি প্রতিষ্ঠান ফ্রি’তে এসব পানি-বিস্কুট পাঠিয়েছে। আমাদের পিকআপে ৩ হাজার পিস আধা লিটার পানির বোতল, স্যালাইন ও বিস্কুট দেওয়া হয়েছে।
যমুনার সামনে কোনো দোকান না থাকায় এ পানি তৃষ্ণা মিটিয়েছে বিক্ষোভকারী অনেকের।
গতকাল বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (শুক্রবার) সকাল থেকে দেখা যায়, যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৯ মে) বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টুরোডের পানির ফোয়ারার সামনে এই জমায়েত হবে। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার সকালে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়।