আন্তর্জাতিক ডেস্ক,
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ বছরের অভিযান ‘কেবলমাত্র ট্র্যাজেডি এবং ক্ষতিতে’ শেষ হয়েছে। দুই দশকের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর বিদায়ের একদিন পর বুধবার এই মন্তব্য করেছেন তিনি।
পশ্চিমা দেশগুলো তাদের মূল্যবোধ অ-পশ্চিমাদের ওপর চাপানোর চেষ্টা করছে বলেও সমালোচনা করেছেন রাশিয়ার এই নেতা। প্রায়ই আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নীতির নিন্দা করেছে রাশিয়া। গত ৩১ আগস্ট দেশটি থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহারের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে রয়েছে।
পুতিন বলেছেন, মার্কিন সেনাবাহিনী দুই দশক ধরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ‘তাদের মূল্যবোধ’ আরোপের চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই প্রচেষ্টাকে একেবারে নিরর্থক চর্চা হিসেবে অভিহিত করেছেন তিনি।
রুশ এই প্রেসিডেন্ট বলেছেন, ‘আফগানিস্তানের এই ফলাফল কেবলমাত্র এক ধরনের ট্র্যাজেডি। আর এই ট্র্যাজেডি শুধুমাত্র যারা ক্ষতি করেছে তাদের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য; তারচেয়েও বেশি আফগান ভূখণ্ডে বসবাসকারীদের জন্য।’
তিনি বলেন, ‘বাইরে থেকে কারও ওপর কিছু চাপিয়ে দেওয়া অসম্ভব।’ রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভোস্টকে কিশোর-কিশোরীদের শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি।
গত সপ্তাহে পুতিন বলেছিলেন, আফগানিস্তানে হস্তক্ষেপ করবে না রাশিয়া এবং দেশটির সোভিয়েত দখল থেকে শিক্ষা নিয়েছে মস্কো। পশ্চিমা দেশগুলো মস্কোর সহযোগী মধ্য-এশিয়ার দেশগুলোতে আফগান শরণার্থীদের রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
কাবুলের নতুন নেতৃত্বের ব্যাপারে সতর্কভাবে আশাবাদী মস্কো বলেছে, তারা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।
বিএসডি/এএ