আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পারিবারিক নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ তাকে ধরতে গিয়ে এ হামলার শিকার হন তারা। হামলার অভিযোগে ৪৯ বছর বয়সী ওই ব্যক্তিতে থানা হেফাজতে নেয়া হয়েছে। সূত্র: খবর বিবিসি।
স্থানীয় সময় বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় নিহত পুলিশ সদস্যরা হলেন, ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার, ডেপুটি উইলিয়াম পেট্রি এবং ডগ স্কোয়াডের জ্যাকব চ্যাফিন্স। শাফিনস পুলিশের যে কুকুরটি দেখভালের দায়িত্বে ছিলেন, গুলিতে কে৯ ড্রাগো নামের ওই কুকুরটিও মারা গেছে। ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট বলেছেন, পুলিশ কর্মকর্তারা যখন লোকটির বাড়িতে পৌঁছেছিলেন তখন তারা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।মাত্র ১৬৬ জনসংখ্যার পূর্ব কেন্টাকির পাহাড়ি ছোট শহর অ্যালেনের ঘটনাস্থল থেকে আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিবিসি বলছে, ক্যাপ্টেন ফ্রেসার কেন্টাকির প্রেস্টনবার্গ পুলিশ বিভাগে ৩৯ বছর কাজ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে পুলিশ বলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সম্মান ও গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার স্থানীয় একটি আদালত স্টোরজের স্ত্রীকে পারিবারিক সহিংসতা থেকে সুরক্ষা দেয়ার আদেশ দিয়ে একটি পরোয়ানা জারি করে। পারিবারিক ওই সহিংসতার ধরনের বিস্তারিত জানা যায়নি। সেই পরোয়ানা তামিল করতে গিয়ে স্থানীয় সময় রাত ৭টার খানিকটা আগে মেইন স্ট্রিটে অবস্থিত স্টোরজের বাড়িতে যাওয়ার পর পুলিশ সদস্যরা বন্দুকের মুহুর্মুহু গুলির মুখে পড়েন।
প্রায় তিনঘণ্টা গোলাগুলি শেষে পরিবারের সদস্যদের মাধ্যমে মধ্যস্থতার পর সন্দেহভাজন স্টোরজকে হেফাজতে নেয় পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা ও দায়িত্ব পালনকারী কুকুর হত্যা ও হত্যাচেষ্টার একাধিক অভিযোগ আনা হয়েছে। কেন্টাকি রাজ্য পুলিশ এ গুলির ঘটনার তদন্ত করছে।
বিএসডি/ এমআর