আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আট লাখ মানুষ মারা গেছেন। রোববার দেশটি করোনায় মৃত্যুর এ মাইলফলক স্পর্শ করে।
শীত মৌসুমে যখন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, তখন করোনাভাইরাসে আমেরিকায় মৃত্যুর সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৯৫৬ ছাড়াল।
আমেরিকায় ২০২০ সালে করোনাভাইরাসে যে সংখ্যক মানুষ মারা গেছেন, তার চেয়ে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ২০২১ সালে বেশি মানুষ মারা গেছেন।
যদিও আমেরিকায় করোনাভাইরাসের টিকা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং বিনামূল্যে দেওয়া হচ্ছে। তার পরও দেশটির বহু মানুষ এখনও টিকা নেওয়ার বিরোধিতা করছেন।
চলতি বছর শুরু থেকে এ পর্যন্ত সাড়ে চার লাখ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন, যার অর্থ হচ্ছে— আমেরিকায় করোনাভাইরাসের মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর ৫৭ শতাংশ চলতি বছরেই ঘটেছে। চলতি বছর যেসব মানুষ করোনায় মারা গেছেন, তাদের বেশিরভাগই ভ্যাকসিন নেননি।
বিএসডি / এলএল