আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে করোনা টিকার ডোজ নেওয়ার পর হৃৎপিণ্ডের পেশির প্রদাহ (মায়োকার্ডিটি) দেখা দিয়েছে আট শিশুর মধ্যে। হৃৎযন্ত্রের বিরল এই সমস্যায় আক্রান্ত সব শিশুর বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
করোনা টিকা নেওয়ার পর শিশু ও অপ্রাপ্তবয়স্কদের মায়োকার্ডিটিতে ভোগার ঘটনা যুক্তরাষ্ট্রে এই প্রথম ঘটল- এমন নয়। আগে এক বিবৃতিতে সিডিসি জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর ১৬ থেকে ১৭ বছর বয়সী বেশ কয়েকজনের দেহে মায়োকার্ডিটি দেখা দিয়েছিল।
প্রতি ১০ লাখের মধ্যে ৬৯ জনেরও বেশি অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণী হৃৎপিণ্ডের পেশির প্রদাহে আক্রান্ত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছিল সিডিসি।
১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যেও দেখা দিয়েছে এই সমস্যা। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর প্রতি ১০ লাখ এই বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে মায়োকার্ডিটিতে ভুগেছে প্রায় ৪০ জন।
তবে মায়োকার্ডিটিতে এখন পর্যন্ত কোনো অপ্রাপ্তবয়স্কের মৃত্যু হয়েছে- এমন তথ্য পাওয়া যায়নি।
টিকা নেওয়ার কারণেই এই অপ্রাপ্তবয়স্করা মায়োকার্ডিটিতে আক্রান্ত হয়েছে কিনা- সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট করে কিছু বলেনি সিডিসি। তবে এই রোগে আক্রান্তদের সবাই যে করোনা টিকার দুই ডোজ নিয়েছে- তা নিশ্চিত।
মায়োকার্ডিটিতে আক্রান্ত শিশুদের সবারই উপসর্গ মৃদু ছিল এবং হাসপাতালে অল্প কয়েকদিনের চিকিৎসাতেই এই শিশুরা সুস্থ হয়ে উঠেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
শুক্রবারের বিবৃতিতে সিডিসি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৫-১১ বছর বয়সী ৭০ লাখেরও বেশি শিশু করোনা টিকার ডোজ নিয়েছে বলে । তাদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছে প্রায় ৫১ লাখ ও টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছে ২০ লাখ শিশু।
সূত্র: রয়টার্স
এসএ