আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ছয়টি অঙ্গরাজ্যে পৃথকভাবে বেশ কিছু শক্তিশালী টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন আরও অনেক মানুষ। এছাড়াও এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গত শুক্রবার আঘাত হানা টর্নেডোকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, দুর্যোগ পীড়িত মানুষকে সহায়তা করতে সম্ভব সবকিছুই করবে তার সরকার।
এ টর্নেডোর আঘাতে বহু বাড়ি-ঘর ও স্থাপনা লণ্ডভণ্ড হয়ে গেছে। শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের কেনটাকি প্রদেশেই টর্নেডোতে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মেফিল্ড শহরে অবস্থিত একটি মোমবাতি কারখানাতেই নিহত হয়েছেন বেশি মানুষ। কারখানার ধ্বংসস্তুপের মধ্যে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। সেখানে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে ধারনা করা হচ্ছে। গত শুক্রবার রাতে হওয়া ওই টর্নেডো কারাখানাটিতে সরাসরি আঘাত হানে এবং এতেই ওই প্রাণহানির ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড়ের কারণে কেন্টাকি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি হপকিন্স কাউন্টিতে ঝড়ের কারণে একটি ট্রেনও লাইনচ্যুত হয়ে গেছে।
এদিকে শুক্রবার রাতের ওই টর্নেডোতে কেনটাকি ছাড়াও অন্য অঙ্গরাজ্যগুলোতে কমপক্ষে আরও ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইলিনয়িস অঙ্গরাজ্যে জায়ান্ট ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজানের একটি ওয়্যারহাউসে ৬ জন প্রাণ হারায়। বড়দিনের উৎসবের আগে তারা সেখানে অর্ডারকৃত পণ্য ডেলিভারির জন্য প্রস্তুত করছিলেন তারা।
সূত্র:এএফপি, রয়টার্স
বিএসডি/ এফএফ