নিজস্ব প্রতিবেদক,
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে ‘বাংলা প্রেসক্লাব মিশিগানের’ পথচলা শুরু হলো। রবিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় মিশিগান অঙ্গরাজ্যে ওয়ারেনসিটির কারী এক্সপ্রেস রেস্টুরেন্ট বাংলাদেশি টিভি-প্রিন্ট মিডিয়াতে কর্মরত প্রবাসী সংবাদকর্মীদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সকলের সমর্থনে ‘বাংলা প্রেস ক্লাব মিশিগান’ এর ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
এবার প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি মনোনীত হন মানবজমিনের বিশেষ প্রতিনিধি হেলাল উদ্দিন রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস। কমিটির সহ সভাপতিরা যথাক্রমে- দৈনিক অধিকারের যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, এনটিভির প্রতিনিধি সেলিম আহমেদ, ঠিকানা পত্রিকার বিশেষ প্রতিনিধি সৈয়দ সাহেদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তর আমেরিকা প্রথম আলো প্রতিনিধি ফারজানা চৌধুরী পাঁপড়ি, সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, কোষাধ্যক্ষ পদে বাংলাদেশি প্রতিদিন প্রতিনিধি আশিকুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক উত্তর-পূর্ব প্রতিনিধি জুয়েল খান, দপ্তর সম্পাদক হবিগঞ্জের মুখ পত্রিকার বিশেষ প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, ক্রীড়া সম্পাদক মীরপরবাস পত্রিকার দেওয়ান কাউসার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ঠিকানা পত্রিকার প্রতিনিধি শফিকুর রহমান।
কার্যকরী কমিটির সদস্য দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিম্ময় আচার্য, ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ মোস্তফা কামাল, উত্তর আমেরিকা প্রথম আলো প্রতিনিধি পার্থ সারথি দেব ও ফ্রিল্যান্স সাংবাদিক সাইফুল আজম সিদ্দীকি। সাধারণ সদস্য মনোনীত হন দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি সাহেল আহমদ ও টিভিএন ২৪ প্রতিনিধি মাহফুজুর রহমান শাহীন।
বাংলা প্রেসক্লাব মিশিগান গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কমিউনিটির নেতারা বলেন, মিশিগানে অনেক বাংলাদেশির বসবাস। অনেক প্রবীণ সাংবাদিক এখানে বসবাস করলেও তারা দীর্ঘদিন যাবত এ রকম একটি প্রেসক্লাব গঠন করতে পারেনি। নতুন প্রজন্মের সাংবাদিকরা যে কাজটি করে দেখাল অবশ্যই সেটি প্রশংসার দাবী রাখে। তবে এটাও আমাদের চাওয়া সাংবাদিকরা যেন কমিউনিটির কল্যাণে সত্য এবং সঠিক সংবাদ প্রচার করেন।
বিএসডি/আইপি