আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বুধবার মার্কিন এক মেরিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে।
মেক্সিকান সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে গ্লামিসের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
জানা গেছে, বিমানটিতে পাঁচজন মেরিন সৈন্য ছিল। তাদের মধ্যে চারজনের লাশ পাওয়া গেছে। পঞ্চমজনের মরদেহ উদ্ধারে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারীরা।
মেরিন কর্পস এয়ার স্টেশন ক্যাম্প পেন্ডলটনে অবস্থিত বিমান ঘাঁটির এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট হিসেবে এটিকে শনাক্ত করা হয়েছে। অসপ্রে বিমানগুলো ‘উলম্ব টেকঅফ এবং অবতরণ’ করতে পারে। এটিতে হেলিকপ্টারের মতো ঘূর্ণমান পাখা থাকায় সরাসরি উপরে ও নিচে ওঠানামা করতে পারে। আবার বিমানের মতো চলতে পারে।
বিএসডি/ এমআর