স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে বিনিয়োগ করলেন ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। ভারতের সাবেক এই ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে লাভবান হবে এই লিগ। যার প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের ক্রিকেটীয় কাঠামোতেও।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের মালিকানায় যুক্ত হয়েছেন শচীন। এ বছর থেকেই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। এ নিয়ে তিনি বলেছেন, ‘ক্রিকেট আমার জীবনের সব চেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ন্যাশনাল ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। যুক্তরাষ্ট্রের ক্রিকেট একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এমন সময় ওদের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে।’
‘ন্যাশনাল ক্রিকেট লিগ বিশ্বমানের ক্রিকেটের মঞ্চ তৈরি করতে চায়। নতুন প্রজন্মকে ক্রিকেটের প্রতি উৎসাহিত করাও অন্যতম লক্ষ্য এই প্রতিযোগিতার। এই উদ্যোগের সাক্ষী হতে চাই। সামনে থেকে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উন্নতি দেখতে চাই।’-যোগ করেন তিনি।
এই ক্রিকেট প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে শাহিদ আফ্রিদি, সুরেশ রায়না, দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, সাকিব আল হাসান, কলিন মুনরো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, স্যাম বিলিংস, জনসন চার্লস, তাবারাইজ় শামসি, ক্রিস লিনের মতো তারকা ক্রিকেটারদের।
বিভিন্ন ভূমিকায় দেখা যাবে সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরাম, জাহির আব্বাস, ভিভিয়ান রিচার্ডস, বেঙ্কটেশ প্রসাদ, সনাথ জয়সুরিয়া, মইন খানদের মতো সাবেক ক্রিকেটারদের।