নাশকতার মামলায় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৮ জনের বিরুদ্ধে একই রায় ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালত-১ এর বিচারক আশেক ইমাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত বাকি আসামিরা হলেন ইসহাক সরকারের ভাই বিএনপি নেতা ইয়াকুব সরকার, আরমান, আনোয়ার হোসেন রকি, অ্যাডভোকেট রাশেদ, আব্দুর রাজ্জাক মিঠু, পারভেজ, মো. সোহেল ও নাদের।
২০১৩ সালের মে মাসে বংশাল থানায় তাদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়। মামলায় দোষী সাব্যস্ত করে তাদের তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন না। তাদের পলাতক ঘোষণা করে রায় দেওয়া হয়। আদালত রায়ে উল্লেখ করেন, সাজাপ্রাপ্ত আসামিরা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণের পর রায় কার্যকর হবে।
এর আগে আলাদা দুই মামলায় ইসহাক সরকারের দুই বছর ও আড়াই বছর করে সাজা হয়। তার বিরুদ্ধে ৩২৭টি মামলা রয়েছে।
বিএসডি/ এফ এ