জ্যেষ্ঠ প্রতিবেদক:
ওয়ালটন দ্বিতীয় জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। আজ বুধবার শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ৩৭-২৯ গোলে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে বালিকা বিভাগের খেলা। চলবে ২৬ তারিখ পর্যন্ত।
চ্যাম্পিয়ন দল প্রথমার্ধে ১৯-১৫ গোলে এগিয়ে ছিল। চ্যাম্পিয়ন দলের পক্ষে সাহাদ ইসলাম সর্বোচ্চ ১১ গোল করেন। অন্যদিকে বান্দরবানের পক্ষে বয়পা বন সর্বোচ্চ ১০টি গোল করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সাহাদ ইসলাম। সকালে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ৩১-২৮ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে তৃতীয় হয়। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-০৯ গোলে এগিয়ে ছিল।
ফাইনাল শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ.এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম। এ সময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের কোষাধ্যক্ষ ও পরিচালনা কমিটির সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে ছিলেন।