ধর্ম ডেস্ক:
মুসলমানদের পুরো জীবন ইবাদত-নির্ভর। ছোট বড় যে কাজ-ই হোক— প্রতিটি কাজ ইবাদত হিসেবে গণ্য হয়। তবে শর্ত হলো- আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর সুন্নত অনুযায়ী হতে হবে। প্রতিটি কাজ যেমন ইবাদত হিসেবে গণ্য হয়, তেমনি অসংখ্য স্বতন্ত্র্য ইবাদতও রয়েছে।
ইবাদত, আমল ও সুষ্ঠু জীবনাচারে নির্ভর করে ইহকাল ও পরকালের সফলতা। ইবাদতের প্রতি যাতে আমাদের আগ্রহ বাড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। ইবাদতে আগ্রহ বাড়ার দোয়া হলো-
اللَّهُمَّ أعِنَّا عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ
উচ্চারণ : আল্লাহুম্মা আ-ইন্নি আলা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিকা।
অর্থ : হে আল্লাহ, আপনার জিকির করতে, আপনার শোকরিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।
মুআজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, একবার আল্লাহর রাসুল (সা.) তার হাত ধরে বলেন, ‘হে মুআজ, আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। তিনি বলেন, হে মুআজ, আমি তোমাকে অসিয়ত করছি, তুমি প্রত্যেক নামাজের পর এ দোয়া কখনো পরিহার করবে না।’ (আবু দাউদ, হাদিস : ১৫২২)
আল্লাহ তাআলা আমাদের নিয়মিত এই আমল করার তাওফিক দান করুন। তার ইবাদত-বন্দেগিতে আমাদের জীবন সিক্ত রাখুন। আমিন!
বিএসডি/আইপি