মামলার নথি বলছে, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি হাজারীবাগের গগনটুলি এলাকায় দুই লাখ টাকা যৌতুকের জন্য রাম দুলারীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হাজারীবাগ থানায় রাম দুলারীর স্বামী কৃষান দাস ও শ্বশুর লালু দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় মামলা হয়। ওই মামলা তদন্ত করে হাজারীবাগ থানা পুলিশ ওই বছরের ২৭ জুলাই কৃষান দাস ও তাঁর বাবা লালু দাসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ওই বছরের ১ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ থেকে ৯ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। এই দম্পতির তিন বছরের একটি মেয়ে রয়েছে। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী কিশোর রঞ্জন মণ্ডল।
বিএসডি/ এলএল