বর্তমান সময় ডেস্ক,
ইসরাইলি বিমান হামলার জবাবে রকেট ছোড়া হচ্ছে বলে জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার দুই দেশের বিতর্কিত শিবা ফার্মস এলাকায় ইসরাইলি অবস্থানে রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে অন্তত দশটি রকেট ছোড়া হয়েছে। এর জবাবে রকেট ছোড়ার স্থানগুলোতে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত কয়েক দিনে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা শুরু করে ইসরাইলের যুদ্ধবিমান। ইসরাইলের দাবি,প্রতিবেশী দেশটি থেকে টানা দ্বিতীয় দিনের মতো রকেট হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান শুরু করা হয়েছে। যেসব স্থান থেকে রকেট হামলা হয়েছে এবং সন্ত্রাসীদের অবকাঠামো রয়েছে, সেসব স্থানে বিমান হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরাইল। শুক্রবার হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইলি বিমান হামলার জবাবে রকেট ছোড়া হলে সেগুলো খোলা মাঠে বিস্ফোরিত হয়েছে।
এতে হতাহতের কোনও তথ্য জানায়নি গোষ্ঠীটি। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, বেশিরভাগ রকেটই প্রতিহত করেছে তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আর বাকিগুলো খোলা মাঠে পড়েছে। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও তথ্য তারাও জানায়নি। তবে উত্তর ইসরাইলে আপার গ্যালিলে এলাকায় বিমান হামলার সতর্কতা সংকেত শোনা যায়। অন্যদিকে রকেট হামলার জবাবে আবারও দক্ষিণাঞ্চলীয় লেবাননে বিমান হামলা শুরু করেছে ইসরাইল।
সূত্র : রয়টার্স।