নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলমের মা রত্নগর্ভা আম্বিয়ার রূহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মহাখালী ইসলাম প্রচার নূরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার এতিম ও হাফেজদেরকে দিয়ে পবিত্র কোরআন কারীম খতম করা হয়। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলেম, ওলামা ও পীর মাশায়েখরা রত্মগর্ভা আম্বিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
দোয়া অনুষ্ঠানে আলেমরা বলেন, রত্নগর্ভা আম্বিয়া ছিলেন একজন মহীয়সী নারী। তার স্বামী মরহুম আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। রত্মগর্ভা আম্বিয়া এলাকায় গরিব দুঃখী মানুষকে সব সময় সার্বিক সহযোগিতা করতেন। সমাজে এমন ধার্মিক নারীদের খুবই প্রয়োজন। মরহুমার স্বামী মো. দেলোয়ার হোসেন ভূঁইয়াও স্থানীয় গরীব-দুঃখী ছেলে-মেয়েদের লেখা পড়ার জন্য সর্বদা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন, যুগ্ন মহাসচিব কাজী মাওলানা শাহ মো. ওমর ফারুক, মাওলানা মুফতী আব্দুর রাজ্জাক, লক্ষীপুরের পীর সাহেব হারুনুর রশিদ মিরন, মাওলানা মুফতী তামিমুল ইসলাম, হাফেজ মাওলানা মো. আব্দুল আজিজ, আলহাজ্ব মাওলানা মো. মহিব্বুল্লাহ, আলহাজ্ব হযরত মাওলানা কাজী আব্দুল কাইয়ুম, হাফেজ মাওলানা মো. জহিরুল ইসলাম, মাওলানা মুফতী মো. আবু তালহা,। মোনাজাত পরিচালনা করেন ফুরফুরা পীর সাহেবের খলিফা আলহাজ্ব হযরত মাওলানা আবুল খায়ের মো. ওহিদী, পীর সাহেব, চেচুয়াজানি, টাঙ্গাইল।
বিএসডি/ এমআর