নিজস্ব প্রতিবেদক,
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি ও লকগেইট এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে আসতে প্রচারণা চালিয়েছেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হোসেন চৌধুরী।
শনিবার (২৪ জুলাই) বিকাল ৫টায় পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বাসবাসকারীদের নিরাপদে সরে আসতে এ প্রচারণা করেন। এসময় কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসি ল্যান্ড বলেন, এখন বর্ষা মৌসুমে মৃত্যুর ঝুঁকি নিয়ে বাসবাস না করে স্থানীয় আশ্রয়কেন্দ্র কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আসার জন্য আহবান করে।
বিএসডি/আইপি