নিজস্ব প্রতিবেদক,
দীর্ঘ পাঁচমাস পর রাঙামাটি টু বাঘাইছড়ি নৌ-পথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। হ্রদে পানি না থাকায় এই পাঁচমাস নৌ-পথে চলাচল বন্ধ ছিল। তীব্র তাপদাহে রাঙামাটির কাপ্তাই হ্রদে অস্বাভাবিকভাবে পানি কমে যাওয়ায় হ্রদের নাব্যতা হ্রাস পেয়েছে। বাঘাইছড়িসহ আরও কয়েকটি উপজেলায় গত কয়েকমাস ধরে নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছিল জেলা নৌ-পরিবহন লঞ্চ মালিক সমিতি।
প্রতিবছর শুষ্ক মৌসুমে সঠিকভাবে বৃষ্টিপাত না হলে হ্রদের পানি শুকিয়ে যায়। এতে নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ জনগণসহ ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়। লঞ্চ চলাচল বন্ধ থাকায় উপজেলার মানুষদের ছোট ছোট ট্রলার, বোটে দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিয়ে যাতায়াত করতে হয়। নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহনেও অতিরিক্ত ভাড়া লাগে। ফলে আর্থিকভাবে বিপর্যস্ত হতে হয় বাঘাইছড়ি উপজেলার সাধারণ মানুষদের।
স্থানীয়রা জানান, নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় বাঘাইছড়ি থেকে রাঙ্গামাটি স্পিড বোট সার্ভিস চালু ছিল। তবে সকলের পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। কারণ, গুনতে হয় দ্বিগুণ-তিনগুণ টাকা। অন্যদিকে বাঘাইছড়ি থেকে লংগদুরে চলাচলের রাস্তা তৈরি করা হয়েছে কিছু কাঁচা পথ, কিছু পাকা পথ। বর্তমানে বাঘাইছড়ি থেকে লংগদু রাস্তার বেহাল দশা, কোথাও ব্রিজ নেই কোথাও আবার রাস্তার অস্তিত্ব নেই।
বাঘাইছড়ি থেকে লংগদু পর্যন্ত পৌঁছাতে পাল্টাতে হয় পাঁচটি যানবাহন। অনেকে রাঙ্গামাটি থেকে লংগদু এসে মোটরসাইকেলে বা অন্য উপায়ে এভাবেই বাঘাইছড়ি ফিরছেন। আবার রাঙামাটি যেতে হলে একই পথ অনুসরণ করছেন বেশিরভাগ মানুষ।
নৌ-পথে লঞ্চ চলাচল শুরু হওয়ায় বাঘাইছড়ি উপজেলাবাসীর যাতায়াতের কষ্ট কিছুটা হলেও দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিএসডি/আইপি