জ্যেষ্ঠ প্রতিবেদক:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অনুমোদিত নকশা মোতাবেক নির্ধারিত জায়গাতেই পার্ক ও খেলার মাঠ করা হবে। এর কোনো ব্যত্যয় সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ডিএনসিসি মেয়র’স কাপ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, সবাই মিলে অপরিকল্পিত ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে। এ জন্য আমরা কাজ করে যাচ্ছি।
ডিএনসিসি মেয়র’স কাপ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান বিষয়ে আতিকুল ইসলাম বলেন, যুব সমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সকল প্রকার অন্যায় থেকে দূরে রাখতে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে। আজ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করতে পারায় ডিএনসিসি পরিবার অত্যন্ত আনন্দিত।
তিনি আরও বলেন, ফুটবল, ক্রিকেট ও ভলিবল এই তিনটি ইভেন্ট নিয়ে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডজুড়ে আয়োজিত টুর্নামেন্টটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’ যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব তৈরি করে।
বিএসডি/এসএফ