নিজস্ব প্রতিবেদক:
বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে আগামীতে একটি সাম্য, মানবিক ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
তিনি বলেন, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। দুর্নীতিবিহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সাম্য এবং মানবিক মর্যাদার যে সমাজ থাকবে সে সমাজ প্রতিষ্ঠা করতে চায়। প্রশাসনকে জনবান্ধব করতে চায়।
দেশের তরুণ সমাজের উদ্দেশ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, তরুণ সমাজের প্রতি আমাদের বক্তব্য, আপনারা রাজনীতিকে অপছন্দ করবেন না। আপনারা অসৎ এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদদের ঘৃণা করুন, পরিহার করুন। আপনারা সুস্থ এবং পরিচ্ছন্ন রাজনৈতিক দলকে বেছে নিন। বাংলাদেশ কল্যাণ পার্টি আপনাদের পাশে থাকবে। আপনাদের সঙ্গে নিয়েই এগিয়ে যাবে।
বিএসডি/জেজে