নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দারুস সালাম থেকে বিদেশি মুদ্রা ও বাংলাদেশি পাসপোর্টসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, জসিম সরদার, ইমন মকদম, আবুল বাশার ও মো. মাইনুল ইসলাম নিবির।
তাদের কাছ থেকে ২৪ হাজার ৮০০ মার্কিন ডলার ও ১০ হাজার সৌদি রিয়াল, পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট এবং বিশেষ কায়দায় এসব পরিবহনের জন্য ব্যবহৃত কালো টেপ জব্দ করা হয়।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ। তিনি বলেন, শুক্রবার রাতে গাবতলী-টেকনিক্যাল সড়কের গাবতলী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে জসিম, ইমন, বাশার ও নিবিরকে গ্রেফতার করা হয়। তারা বিশেষ কৌশলে অবৈধভাবে বিদেশি মুদ্রা ও পাসপোর্ট বহন করছিলেন। তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা ও বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় রিমান্ড আবেদন করে তা আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বিএসডি/ এলএল