বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকনসহ ৩৩ জন নেতাকে আটক করেছে পুলিশ। রাজধানীজুড়ে বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খায়রুল কবীর খোকনকে বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানা।
আটক অন্যান্য নেতারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, কামরাঙ্গীচর থানাধীন ৫৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. দুলাল, শাহবাগ থানাধীন ২১ নং ওয়ার্ড বিএনপির নেতা মো. শাহাদাত হোসেন, মো. আফসু মিয়া, ওয়ারী থানাধীন ৩৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য তানভীর আহম্মেদ ওয়াসিম, শাহবাগ থানার ২০ নং ওয়ার্ড বিএনপির নেতা নজরুল ইসলাম ঢালী, কলাবাগান থানাধীন ১৬ নং ওয়ার্ড বিএনপির নেতা সিরাজ, লিটন, মাঈনুদ্দিন লালু, রহমত উল্লাহ, লাভলু, সাইদুল ও বিপুল, মুগদা থানাধীন ৭ নং ওয়ার্ডের বালুর মাঠ ইউনিট বিএনপির সভাপতি মো. সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা তারেক, নিউমাকেট ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসাদ মাহমুদ পলাশ।
আরও রয়েছেন- গেন্ডারিয়া থানাধীন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম কাশু, সদস্য মো. কালাম ও মো. গোলাপ, যাত্রাবাড়ী থানাধীন ৬৪ নং ওয়ার্ড (পূর্ব) এর সহ-সাধারণ সম্পাদক মো. ববি, শাহবাগ থানাধীন ২০ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. হারুন, নজরুল ইসলাম ঢালী এবং ধানমন্ডি থানা বিএনপি নেতা সুমন, বংশাল থানার ৩৫ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. হারুন, ৩৫ নং ওয়ার্ড বিএনপি সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আলম, ৩৫ নং ওয়ার্ড বিএনপি মুগলটোলি ইউনিটের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জসিম, চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজী মো. মনিউর রহমান মনির ও নিউ মার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. হাশেম।
এছাড়া মিরপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আবদুল এবং তার ছেলে আবদুর রহমান রনিকে শ্যামলীর একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর বাসায় পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু জানিয়েছেন, বুধবার দিনে এবং রাতে অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএসডি/ এফ এ