রাজধানীর খিলগাঁও থানার গোঁড়ান এলাকার একটি বাসা থেকে জুয়েল রানা (৩৫) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম। তিনি গণমাধ্যমে বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, সে পেশায় একজন রিকশাচালক ছিল। বেশ কিছুদিন ধরে সে অসুস্থ ছিল। প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, সেই শারীরিকভাবে অসুস্থ থাকায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে থাকতে পারে। বর্তমানে সে খিলগাঁও থানার ১০ গোড়ান এলাকার বাসায় থাকত। তার বাড়ি কুমিল্লা জেলার মেঘনা থানার বাহারখোলা গ্রামে। সে ওই এলাকার মো. জিলানির ছেলে ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
বিএসডি/ এফ এ