নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় লাব্বাইক বাসের ধাক্কায় ভ্যান চালক নিহতের ঘটনায় ঘাতক বাসের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর একটি অভিযানিক দল।
গত ২৬ ফেব্রুয়ারি প্রায় রাত ৮ টায় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ঢাকা হতে চট্টগ্রাম গামী একটি লাব্বাইক বাস দ্রুত ও বেপরোয়া গতিতে মালবাহি একটি ভ্যানকে সজোরে পিছন থেকে ধাক্কা দেয় । এসময় বাসের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে গাড়ি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় কামরুজ্জামান ভুট্টু (৫০) নামে একজন ভ্যান চালক গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনায় নিহত কামরুজ্জামান এর ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর র্যাব-১০ ঘটনার তদন্ত শুরু করে ।
এরই ধারাবাহিকতায় আজ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন সানারপার এলাকা থেকে দুর্ঘটনার সাথে জড়িত লাব্বাইক বাসের ড্রাইভার মোঃ নাসির (৩৩) এবং তার দেয়া তথ্যমতে বাসের হেলপার মোঃ মাইনুদ্দিন ব্যাপারী (৩৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত ড্রাইভার ও হেলপারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের করা হয়েছে।
বিএসডি/ এলএল