নিজস্ব প্রতিবেদক
তিন দিনব্যাপী অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে মিরপুর, শাহবাগ, মুগদা ও সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় মিছিল বের করা হয়।
এদিকে, খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার নগর বিএনপির সদস্য অ্যাডভোকেট ফারুক উল ইসলামের নেতৃত্বে মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই এলাকায় অন্য একটি মিছিলের নেতৃত্ব দেন বিএনপি নেতা লিটন খান, রতন ও নাজমুল হাসান।
এছাড়া, সকালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিজয়নগর এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্বেচ্ছাসেবক দল নেতা সাদ মো. পাপ্পা সিকদার এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে অংশগ্রহণ করেন শাহবাগ ও রমনা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের নেতৃত্বে অবরোধের সমর্থনে নিউমার্কেট, হাজারীবাগ, ধানমন্ডি ও কলাবাগান এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর নেতৃত্বে মিছিল বের করা হয়। এতে অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, নগর বিএনপি নেতা আব্দুল হাই পল্লব ও জাশেদুল আলম শ্যামলসহ অনেকে।
ঢাকা মহানগর দক্ষিণের যু্গ্ম আহ্বায়ক আনম সাইফুলের নেতৃত্বে মিছিল বের করেন শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার নেতাকর্মীরা গোপীবাগ থেকে মিছিল নিয়ে রাজধানী সুপার মার্কেট সংলগ্ন ফ্লাইওভারের প্রবেশমুখে অবস্থান নিলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। মিছিলে নেতৃত্ব দেন নগর বিএনপি নেতা মকবুল ইসলাম খান টিপু, আরিফুর রহমান নাদিম, হাজী মোহাম্মদ নাজিম, নাসরিন রশীদ পুতুল, আব্দুল কাদির, আজিজুল ইসলাম ও মামুন আহমেদ।
বিএসডি/আরপি