বর্তমান সময় ডেস্কঃ
রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় সেভ দ্য চিলড্রেনের এক কর্মী নিহত হয়েছেন। একইদিনে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় কমলাপুরগামী মহানগর ট্রেনের ধাক্কায় নুর-ই আলম তৈমুর (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এস আই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, তিনি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে খিলক্ষেত রেলগেট পার হচ্ছিলেন। এসময় বিমানবন্দর থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস বিমানবন্দরের দিকে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। ঘটনাস্থলে তিনি মারা যান।
তিনি আরও জানান, কানে হেডফোন দিয়ে গান শোনার কারণে মহানগর এক্সপ্রেস টিকে খেয়াল করলেও একতা এক্সপ্রেসকে তিনি খেয়াল করেননি। নিহতের স্ত্রী রুমি আক্তারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি আদাবর এলাকায় থাকতেন।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশালা স্টেশনের কাছে সকালে ট্রেনে কাটা পড়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ভাতশালা এলাকায় একজন ট্রেনে কাটা পড়লে হাসপাতালে নেওয়া হয়। তবে ওই ব্যক্তি কোন ট্রেনের নিচে কাটা পড়েন সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
বিএসডি/আরপি