আন্তর্জাতিক ডেস্ক:
সুদানের ক্ষমতাসীন সেনাবাহিনী রাজনীতির ময়দান থেকে বিদায় নেবে ২০২৩ সালে অনুষ্ঠিত ভোটের পর। দেশটির সেনাবাহিনী প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহান এ ঘোষণা দিয়েছেন।
শনিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে দেশটির সেনা প্রধান এ ঘোষণা দেন। আব্দেল ফাত্তাহ আল বুরহান বলেন, ২০২৩ সালে পূর্ব নির্ধারিত ভোটের পর রাজনীতি ত্যাগ করবে সেনাবাহিনী। বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর আর রাজনীতি নিয়ে না গলাবে না তারা।
তিনি আরো বলেন, যখন ভোটের মাধ্যমে সরকার গঠন হবে, তখন আমি মনে করি না যে সেনাবাহিনী অথবা নিরাপত্তা বাহিনী রাজনীতিতে জড়িত হবে। এটাই স্বাভাবিক ও এতে আমরা সম্মত।
গত অক্টোবরে সুদানের ক্ষমতা নিয়ে নেয় আব্দেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনী। যদিও সহিংস বিক্ষোভের পর ২১ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে পুনর্বহাল করা হয় এবং টেকনোক্র্যাট সরকার গঠনে বাধ্য করা হয়। এ সরকার ২০২৩ সালের জুলাইতে অনুষ্ঠিত ভোটের আগ পর্যন্ত দায়িত্বপালন করবে।
সূত্র:আল জাজিরা
বিএসডি/ এলএল