গত ২৪ ঘণ্টায় জয়পুরহাটে করোনায় একজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। ১ হাজার ২০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ২৮৬ জনের মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৯৪ জন, রাজশাহীতে ৬৭, সিরাজগঞ্জে ৩২, নওগাঁয় ২৯, নাটোরে ২০, পাবনায় ১৮, জয়পুরহাটে ১৭ ও চাঁপাইনবাবগঞ্জে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
মহামারি শুরুর পর থেকে বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ১৫১ জন। এখন পর্যন্ত ৯৬ হাজার ৭৩৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৬৯৫ জন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা রোগী বাড়ছে। আজ সকাল ৯টার দিকে হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, ১০৪ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এর মধ্যে ২৭ জনই রাজশাহী জেলার। গতকাল রাতে করোনায় আর উপসর্গে দুজন মারা গেছেন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, বিভাগের প্রায় সব জেলায় উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বাড়ছে। তবে রাজশাহী ও বগুড়া জেলায় ভয়ংকর রূপ নিয়েছে। শনাক্তের হারও গত বছরের জুন-জুলাইয়ের মতো। হাসপাতালেও রোগী বাড়ছে। এটা খুবই উদ্বেগের বিষয়।
বিএসডি/ এলএল