রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজন মারা গেছেন। এদিকে করোনা চিকিৎসার জন্য ওয়ার্ডগুলোর মোট শয্যাসংখ্যার সমান রোগী ভর্তি আছেন। আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি আছেন ২৩২ জন। এর আগের দিন শয্যার তুলনায় বিকল্পভাবে আরও তিনজন রোগীকে ভর্তি করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল রোববার সকাল থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট সাতজন মারা গেছেন। এই সাতজনই করোনায় সংক্রমিত ছিলেন। তাঁদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে মারা গেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগে গত মে মাসের শেষ সপ্তাহ থেকে করোনায় মৃত্যু বাড়ছে। গত ২৪ মে রাজশাহী মেডিকেলে এক দিনে প্রথম সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। তবে ৪ জুন হাসপাতালে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালের দেওয়া হিসাবমতে, গত ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৪ জন। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ৬৯ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন এবং সবশেষ আজ মারা গেলেন ৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে ১৬ জন রাজশাহীর, তিনজন চাঁপাইনবাবগঞ্জের ও একজন নওগাঁর। সব মিলিয়ে রোগী ভর্তি আছেন ২৩২ জন। এর আগের দিন ভর্তি ছিলেন ২৩৫ জন।