জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ হতে ২য় বারের মতো অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে “রাফি সিরাজুল মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট “।
রাফি ও সিরাজুল ছিলেন রসায়নে বিভাগের মেধাবী শিক্ষার্থী।যারা আজ তাদের মাঝে নেই।উক্ত টুর্নামেন্টে পাঁচটি দল অংশগ্রহণ করবে, দলগুলো হলো রসায়ন বিভাগেরই ১২,১৩,১৪,১৫,১৬ তম ব্যাচ।রসায়ন বিভাগের চেয়ারম্যান সহ বিভাগের সকল টিচারগন সর্বসময় এই টুর্নামেন্টকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।
আমাদের দেশে প্রতিটি শিক্ষার্থীরই প্রয়োজন সুস্থ বিনোদনের। আর সেটির অন্যতম হাতিয়ার হতে পারে ক্রিকেট। কেননা আমাদের দেশে সব খেলার মধ্যে ক্রিকেট খেলার চর্চাই বেশি হয়। আমরা বাঙালিরা অনেক বেশি আবেগ প্রবণ এটা ঠিক।কিন্তু তার চেয়ে বড় কথা ক্রিকেট মিশে আছে আমাদের প্রাণে । এই ক্রিকেট আমাদের নিয়ে আসে এক জায়গায় । হিন্দু মুসলিম বোদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ এক হয়ে যায় এই ক্রিকেটেই । তখন না কোন দল থাকে না বিরোধী দল।
রসায়ন বিভাগের শিক্ষার্থী সোহেল তানভীর বলেন – এই রকম টুর্নামেন্ট আরো অনেক হলে আমরা উপকৃত হবো। আমাদের পড়াশুনার একঘেয়েমি দূর হবে। পড়াশুনার মাঝে এমন খেলার আয়োজন আমাদের অনেক উৎসাহিত করবে। আমরা চাই ডিপার্টমেন্ট থেকে অথবা শিক্ষার্থীরা নিজে থেকে নিয়মিত এরকম আয়োজন করুক।
রাফি-সিরাজুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টটির উদ্ভোধনী অনুষ্ঠান ১লা নভেম্বর, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেই সাথে টুর্নামেন্টের ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বাকি ম্যাচগুলো পরবর্তী সপ্তাহে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি যেহেতু রসায়ন বিভাগের তাই প্রত্যেক দলের নামও বিষয়ের নামের সাথে সংগতিপূর্ণ।
যে দলগুলো অংশগ্রহণ করে তাদের নামগুলো হলো ম্যাগনেসিয়াম(১২), অ্যালুমিনিয়াম(১৩), সিলিকন(১৪), ফসফরাস(১৫) ও সালফার (১৬)। এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল এবং সমাপনী অনুষ্ঠান খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিএসডি/এফএ